শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুরুতর আহত , অবস্থা আশঙ্কাজনক

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল আলম (৩৭)কে সিলেট থেকে এয়ার এ্যাস্বুলেন্সে করে শুক্রবার ভোররাতে ঢাকায় প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় এসব ঘটনা ঘটে। আহত শাহেদুল আলম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের ভাগীনা। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের একটি ঘটনার জের ধরে সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহেদুল আলমকে পৌর এলাকার নছরতপুর এলাকার শওকত মিয়ার ছেলে সরকারি গণ-মহাবিদ্যালয়ের ছাত্র সাকের মিয়া কয়েক সহযোগীসহ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় দ্রুত গুরুতর আহত অবস্থায় শাহেদকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়।

গ্রুপিং এর দ্বন্দের জের ধরে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ে শ্রীমঙ্গলের এক ছাত্রলীগ কর্মীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাটি ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে সমাধানও হয়। দুপুর ১টায় উপজেলা চৌমুহনায় উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহেদুল আলম ও তার সহযোগীদের হামলায় আহত হোন কলেজ ছাত্রলীগের কর্মী মুহিত হাসান (১৯)।
এসম্পর্কে কমলগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য আনোয়ার পারভেজ আলাল বলেন, তিনি মারধর থামাতে এগিয়ে গিয়েছিলেন। শ্রীমঙ্গল থেকে আগত এক ছাত্রকে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপুরে উপজেলা চৌমুহনা এলাকায় মারধরের সত্যতা তিনি নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে উত্তেজনার কথা ভেবেই পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়