শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের ফিটনেসেই সমস্যা, বললেন চাসিন্দা

শিউলী আক্তার : শ্রীলঙ্কা ইমার্জিং দল সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে বাংলাদেশ দলের ফিটনেসের বড় সমস্যা দেখছেন লঙ্কা দলের কোচ চামিন্দা দাস। তিনি মনে করেন বাংলাদেশে অনেক ট্যালেন্টেড খেলোয়াড় আছে কিন্তু প্রত্যেকের ফিটনেসের অভাব রয়েছে। তবে একই সমস্যা বর্তমান লঙ্কান ক্রিকেটারদেরও হচ্ছে বলে মনে করেন তিনি।

সাবেক এই লঙ্কান পেসার বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের কোচ হিসেবে বাংলাদেশ সফরে রয়েছেন। স¤প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তার কণ্ঠে উঠে আসে এ দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়।

ভাস মনে করেন, ফিটনেসে মনোযোগ দিলে বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্যের হার আরও বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে।’

শুধু বাংলাদেশই নয়, নিজ দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও তিনি ফিটনেসকে একইভাবে দেখছেন। ভাসের ভাষ্য, ‘এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন।’

ফিটনেস না থাকলে পারফরম্যান্সে কতটা বাজে প্রভাব পড়তে পারে, সেটি জানিয়ে ভাস বলেন, ‘২১-২২ বছর বয়স। তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন। ফিটনেস না থাকলে আপনার স্কিল কোনো কাজে আসবে না।’

৪৫ বছর বয়সী ভাস ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। খেলোয়াড়ি জীবন ছাড়ার আগে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১১টি টেস্ট, ৩২২টি ওয়ানডে ও ৬টি টি-টুয়েন্টি। লঙ্কানদের হয়ে তার সমৃদ্ধ পরিসংখ্যানের কারণে তাকে দেশটির সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয়।
সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়