শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৪ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সচিব, অনুপস্থিতে ৭ জন শিক্ষক বরখাস্ত

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় ৭ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন আকস্মিক সফরে গিয়ে বিদ্যালয়ে উপস্থিত না পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন আলী। বরখাস্তকৃতরা পদ্মার চরাঞ্চলে অবস্থিত বিদ্যালয়ের শিক্ষক। বিনা ছুটিতে তারা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুর রহমান, সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজাহান আক্তার স্বর্ণা, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোকলেছিন আহম্মেদ, হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শুভ্র সাহা, হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মণি মিয়া, পূর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্মৃতি আক্তার এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরমান।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক ইন্দ্রভূষণ দেবকে সঙ্গে নিয়ে আকস্মিক হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে অবস্থিত স্কুলগুলো পরিদর্শনে আসেন।

তিনি ঢাকা জেলার দোহার এলাকা থেকে স্পিডবোটে চরে পৌঁছালেও তার এই সফরের খবর মানিকগঞ্জের কর্মকর্তাদের জানাছিলো না। সচিব চরের ৭টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৭ জন শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত পান। মন্ত্রণালয় ওই সকল শিক্ষকদের বিষয়ে তথ্য চান।

জানা যায়, পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে ওই ৭ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়