শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ অনুষ্ঠান ‘তারকা কথন’এ কোনালকে শুভেচ্ছা শাকিব ও জয়ার

আবু সুফিয়ান রতন : চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনালের জন্মদিন ছিল গত ২৮ জানুয়ারি। এবারের জন্মদিনের কোনাল বিশেষভাবে চমকে গেছেন চ্যানেল আইয়ের লাইভ অনুষ্ঠান ‘তারকা কথন’ থেকে। জন্মদিনের দিন দুপুর ১২ টা ৩৫ মিনিটে কোনাল অতিথি হিসেবে ছিলেন এ অনুষ্ঠানে।

লাইভ চলাকালে কোনালকে সরাসরি ফোন করে শুভেচ্ছা জানান চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার ফোন ও শুভেচ্ছা পেয়ে কোনাল চমকে ওঠেন। শাকিব খানের কয়েকটি ছবিতে গান করেছেন কোনাল। সবগুলো গান জনপ্রিয়তা পেয়েছে।

কোনালকে চমকে দিয়ে শাকিব খান বলেন, শুভ জন্মদিন কোনাল। তোমার জন্মদিনের এ দিনটা অনেক আনন্দে কাটুক, ভালো কাটুক। পার্টি করো। জন্মদিনে তোমাকে ইউশ হিসেবে বলছি, তোমার জীবনে আরও মঙ্গল বসে আসুক। অনেক ভালো ভালো ইতিবাচক কাজগুলো তোমার থেকে হোক। ভালো থেকো তুমি।

ঢালিউডের জনপ্রিয় এ নায়কের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আবেগে আপ্লুত হতে পড়েন কোনাল। শাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোনাল বলেন, ধন্যবাদ ভাইয়া। তোমাকে অনেক ভালোবাসি।

২০ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানে কোনালকে আরও জন্মদিনের শুভেচ্ছা জানান দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এই অভিনেত্রী প্রথমে তার নাম বলেননি। কোনালের উদ্দেশ্যে বলেন, একজন ভক্ত হিসেবে আমি ফোন করেছি। কোনালকে দেখে জয়া বলেন, একেবারে পরীর মতো মিষ্টি লাগছে তোমাকে। জন্মদিনে তোমাকে টিভিতে দেখে ইউশ করার লোভ সামলাতে পারলাম না।

‘তুমি খুব মানবিক একজন মানুষ। সবার প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার গান নিয়ে বলার কিছু নেই। অনেক পছন্দের একজন শিল্পী তুমি। আমাদের গুণী শিল্পীদের গানগুলো তুমি যখন গাও তখন আমি মুগ্ধ হয়ে শুনি। তোমার মৌলিক গানগুলো আমার খুব পছন্দের। আমি জানি, তুমি সারপ্রাইজ দিতে পছন্দ করো। তোমার জীবন, ক্যারিয়ার, সংসার জীবন অনেক ভালো কাটুক।’

জয়া আহসানের কাছ থেকে এসব কথা শুনে কোনাল আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর বলেন, অনেক বড় সারপ্রাইজ পেলাম। ধন্যবাদ দিলেও জয়া আপুকে কম হয়ে যাবে। শাকিব খান ও জয়া আহসান ছাড়াও ২০ মিনিটের ওই লাইভ অনুষ্ঠানে কোনালকে আরও শুভেচ্ছা জানান কিংবদন্তি সংগীত পরিচালক শেখ সাদি খান ও গায়ক সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তারা দুজনেও কোনালকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান।

জন্মদিনের কয়েকদিন পর আজ (মঙ্গলবার) দুপুরে কোনাল জন্মদিন নিয়ে কিছু আবেগঘন কথা লিখে ফেসবুকে স্ট্যাট্যাস দিয়ে লেখেন, জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ৩ দিন আগে থেকেই। বাবা-মায়ের কাছ থেকে উপহার পাওয়া থেকে শুরু করে, স্বামী মনজুর কাদের জিয়াসহ পরিবারের অন্যান্য মানুষ, ভক্ত শুভাকাঙ্ক্ষীরা ৩১ জানুয়ারি পর্যন্ত ভালোবাসা, শুভেচ্ছা, উপহার পাঠিয়েছে।

কোনাল তার ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, জন্মদিন উদযাপিত হয়েছে বহুভাবে বহুবার। আমাকে সারপ্রাইজ করা ভীষণ কঠিন। অসম্ভবের চেয়েও বেশি। কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছেন আমার পরিবারের মানুষরা। এক জীবনে এর বেশি ভালোবাসা পাওয়া কি সম্ভব? আমি শুধু মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি যেন এই ভালোবাসা আমার কোনোদিন না ফুরায়। আমার এই ভালোবাসার মানুষেরা যেন থাকে সুখে শান্তিতে ভালোবাসায়। আমি কৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই ভালোবেসো আমাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়