শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এস্পানিওলের বিপক্ষে বড় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রোববার এস্পানিওলের বিপক্ষে গোলের দেখা পেলেন ইনজুরি থেকে ফিরে আসা গ্যারেথ বেল। আর এই ম্যাচে ৪-২ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা। আর একটি গোল করেন সার্জিও রামোস।

শুরু থেকেই রিয়ালের একচেটিয়া আক্রমনের এক পর্যায়ে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। সতীর্থের বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শট নেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। কিন্তু সেই শট ঠেকান এস্পানিওল গোলরক্ষক দিয়েগো লোপেস। তবে ফিরতি বলে পেয়ে স্বাগতিকদের জালে জড়ান বেনজেমা।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রামোস। তবে ম্যাচের ২৫ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে ব্যবধান কমান লিও বাপতিস্তাও। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান আবারো বাড়ান বেনজেমা। তাতেই ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৯ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান বেনজেমা। কিন্তু মদ্রিচের বাড়ানো বল থেকে লক্ষ্যহীন শট খেলে দারুণ এক সুযোগ নষ্ট করেন ফরাসি এই ফরোয়ার্ড। ৬৬ মিনিটে ভিনিসিয়াসের বদলি হিসেবে মাঠে নামেন বেল। মাঠে নামার এক মিনিট বাদেই গোল করেন ওয়েসল তারকা। তাতে স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ৪-১ এ।

কিন্তু ৭২ মিনিটে পিয়াত্তিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে। তাতে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮১ মিনিটে গল করেন রবের্তো রোসালেস। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দল।

এ নিয়ে ২১ ম্যাচে ১২ জয় ৮ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়