শিরোনাম
◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের ◈ সংসদ নির্বাচ‌নের পর বিএনপি ও জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? ◈ কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এস্পানিওলের বিপক্ষে বড় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রোববার এস্পানিওলের বিপক্ষে গোলের দেখা পেলেন ইনজুরি থেকে ফিরে আসা গ্যারেথ বেল। আর এই ম্যাচে ৪-২ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা। আর একটি গোল করেন সার্জিও রামোস।

শুরু থেকেই রিয়ালের একচেটিয়া আক্রমনের এক পর্যায়ে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। সতীর্থের বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শট নেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। কিন্তু সেই শট ঠেকান এস্পানিওল গোলরক্ষক দিয়েগো লোপেস। তবে ফিরতি বলে পেয়ে স্বাগতিকদের জালে জড়ান বেনজেমা।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রামোস। তবে ম্যাচের ২৫ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে ব্যবধান কমান লিও বাপতিস্তাও। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান আবারো বাড়ান বেনজেমা। তাতেই ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৯ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান বেনজেমা। কিন্তু মদ্রিচের বাড়ানো বল থেকে লক্ষ্যহীন শট খেলে দারুণ এক সুযোগ নষ্ট করেন ফরাসি এই ফরোয়ার্ড। ৬৬ মিনিটে ভিনিসিয়াসের বদলি হিসেবে মাঠে নামেন বেল। মাঠে নামার এক মিনিট বাদেই গোল করেন ওয়েসল তারকা। তাতে স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ৪-১ এ।

কিন্তু ৭২ মিনিটে পিয়াত্তিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে। তাতে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮১ মিনিটে গল করেন রবের্তো রোসালেস। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দল।

এ নিয়ে ২১ ম্যাচে ১২ জয় ৮ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়