শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে : লে. জে. (অব.) মাহবুবুর রহমান

আমিরুল ইসলাম : একমাত্র সেনাবহিনীই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সাধারণ মানুষকে উপহার দিতে পারবে বলে মনে করেন সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এদেশে একটি বাহিনী রয়েছে যেটা সত্যিকারভাবে দেশপ্রেমিক, কর্তব্যনিষ্ঠ সেটা হচ্ছে সামরিকবাহিনী। তাদের হাতে নির্বাচনের দায়িত্ব দিলে সে নির্বাচন দেশের মানুষ মেনে নেবে। দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। অতীতেও তাই হয়েছে, এটি পরীক্ষিত।

আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। যারা নির্বাচনে প্রার্থী হয়েছে, যারা ভোট দিতে চায় তাদের নিরাপত্তা দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী এক পেশে আচরণ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তাদেরকে অব্যহতি নিয়ে সব দায়িত্ব সেনাবাহিনীর কাছে অর্পণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

পুলিশ যেভাবে হামলা করছে সেটা ঠিক না। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বাচনী প্রচারণাকালে পুলিশ হামলা করছে। তারাতো নির্বাচনী প্রচারণাই চালাচ্ছে। আমরা চাই নির্বাচনটি হোক। গণতন্ত্রের যে ধারা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে সেটি পুনরায় ফিরে আসুক। সব দল অংশগ্রহণ করুক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের সাতচল্লিশ বছর পরও আমরা সেই গণতন্ত্র স্থাপিত করতে পারিনি। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে নির্বাচন। সেটি হতে হবে অবাধ, ূসুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের এখানে গলদ রয়েছে। নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। সরকারকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই সাবেক সেনাপ্রধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়