শিরোনাম
◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার!

প্রকাশিত : ২০ মে, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজেই ব্যাটসম্যানদের দুর্বলতা ধরতে পারে মুস্তাফিজঃ রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আসরের প্রথম ৬ ম্যাচে টানা সুযোগ পেলেও এরপর থেকে বেঞ্চে বসেই সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। সুযোগ পাওয়া ৬ ম্যাচে ৭ উইকেট দখল করেছিলেন তিনি। কিন্তু জয় পাচ্ছিল না তার দল মুম্বাই। যার ফলে টিম কম্বিনেশনে পরিবর্তন আনে মুম্বাই এবং বাদ পড়েন মুস্তাফিজ।

তবে মুস্তাফিজের বোলিং সম্পর্কে সর্বদাই ইতিবাচক মন্তব্য করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, অধিনায়কসহ সবাই। বাঁহাতি পেস বোলিংয়ে সহজেই সবার মন জয় করে নেন মুস্তাফিজ। শনিবার নিজেদের শেষ ম্যাচের আগে মুস্তাফিজের অসাধারণ একটি গুণ সম্পর্কে বলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। জাগোনিউজ

মুম্বাইয়ের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আয়োজিত একটি আলোচনামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজসহ রোহিত শর্মা, মিচেল ম্যাকক্লেনাঘান, কিরন পোলার্ড এবং জেপি ডুমিনি। সেখানে মোস্তাফিজকে তার বোলিং সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাংলায় উত্তর দেন বাংলাদেশি কাটার মাস্টার। সেটি ইংরেজিতে রূপান্তর করে রোহিত জানান ব্যাটসম্যানদের দুর্বলতা ধরতে পারার সহজাত গুণ রয়েছে মোস্তাফিজের।

বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে রোহিত বলেন, ‘সে (মোস্তাফিজ) বলেছে যে, শুরুতে সে নেট বোলার ছিল এবং তখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ সফরে যায়। তখন আন্দ্রে রাসেল তার বিপক্ষে ব্যাট করতে যায় নেটে। তো তখন সে রাসেলকে ইয়র্কারে পরাস্ত করার চেষ্টা করছিল এবং দেখছিল যে রাসেল ইয়র্কার সামলাতে পারছে না। সে বুঝতে পারল যে ব্যাট ধরার উচু স্টাইলের কারণে রাসেলের ইয়র্কার খেলতে ঝামেলা হয়। এভাবেই সবসময় সে ব্যাটসম্যানদের দুর্বলতা বের করে নিতে পারে।’

রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে মোস্তাফিজের মুম্বাই। এই ম্যাচে জিতলেই প্লে’অফের টিকিট পেয়ে যাবে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়