শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ বলল ‘আগে পা টিপে দাও, তারপর অভিযোগ নেব’

সজিব খান: সম্প্রতি এক যুবক থানায় গিয়েছিলেন একটি অভিযোগ দায়ের করতে। কিন্তু অভিযোগ দায়ের করতে গিয়ে ওই যুবককে পড়তে হয় চরম সম্মানহানীকর পরিস্থিতিতে। থানায় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা ওই যুবক কে বললেন, ‘আগে আমার পা-টা টিপে দাও, তারপর অভিযোগ শুনব।’

এরপর কী আর করার।থানায় অভিযোগ করাটাও যুবকের কাছে অত্যন্ত জরুরি। তাই অনেকটা নিরুপায় হয়ে ওই পুলিশ কর্মকর্তার পা টিপতে শুরু করেন যুবক। এ সময় রুমে অন্য একজন লোক বসা ছিলেন, হয়তো সেও থানায় অভিযোগ করতে এসছিলেন। তিনি চোখের সামনে ওই ধরনের ঘটনা ঘটতে দেখে নিজের মোবাইলের মাধ্যমে সাথে সাথে ভিডিও ধারণ করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরপরই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, আর এ নিয়ে নানা জনে নানা মন্তব্য, সমালোচনা করছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের ভূপালে। ঘটনাটি সোমবার প্রকাশিত ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়াসহ অন্যান্য সংবাদমাধ্যমে।

এরপর ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা লিলাধরকে চিহ্নিত করা হয়। ইতোমধ্যে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়