শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে প্রশাসনিক কড়াকড়ি 

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ১৮ বছরের নিচের বয়সী কোন শিক্ষার্থী বা কিশোর কিশোরী মোবাইল ব্যবহারে করতে পারবেনা। এর উপর কড়া নজরদারি করছেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ইতোমধ্যে একাধিক কিশোর কিশোরীর মোবাইল জব্দও হয়েছে। সচেতন অভিভাবকরাও বিষয়টি সমর্থন করেছেন।

জেলার বকশীগঞ্জ উপজেলার ১৮ বছরের নিচের বয়সী শিক্ষার্থী, কিশোর ও কিশোরীদের মাঝে মোবাইল ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাড়ছে মোবাইল আসক্তি। এ নিয়ে অভিভাবকরাও বিব্রত। এই নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নড়েচড়ে বসেন বকশীগঞ্জ উপজেলা প্রাশাসন। এর অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক মোবাইল জব্দ করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। 

বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী জানান, প্রশাসনিক নজরদারিত্ব চলমান থাকলে সমাজ উপকৃত হবে। মোবাইল আসক্তি হ্রাস পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, অল্প বয়সে মোবাইল আসক্তিতে শিশু কিশোর ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিসহ সমাজ ও শিক্ষায় প্রভাব পড়ছে। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়