শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ২২ মে, ২০২৪, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা

অপূর্ব চৌধুরী: [২] দেশটির রাজধানী জাকার্তায় বিশ্ব বিজ্ঞান, পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতায় (ডব্লিউএসইইসি) স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের পাঁচ সদস্যের নারী দল। 

[৩] দলের সদস্যরা হলেন- জান্নাতুল ফেরদৌস ফাবিন (টিম লিডার), নুসরাত জাহান সিনহা (টিম ম্যানেজমেন্ট), নুসরাত জাহান নওরিন (হার্ডওয়্যার), সানিয়া ইসলাম সারা (সফটওয়্যার) ও তাহিয়া রহমান (প্রজেক্ট ম্যানেজার)। তাদের দলের নাম কোড ব্ল্যাক। আরটিভি অনলাইন

[৪] এবার ছিল প্রতিযোগিতার চতুর্থ আসর। আয়োজক ইন্দোনেশিয়া ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও আইপিবি ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় গণিত, পদার্থবিজ্ঞান, এনার্জি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিসহ মোট সাতটি ক্যাটাগরিতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, ভারতসহ বিশ্বের ৩১১টি দল। কালের কন্ঠ

[৫] কোড ব্ল্যাক ২০২১ সালে যাত্রা শুরু করে। এর পর থেকেই তারা বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। রাজধানীর রামপুরার বনশ্রীতে তাঁদের রোবোটিকস গবেষণা ল্যাব। 

[৬] স্বর্ণপদক জয় প্রসঙ্গে টিম কোড ব্ল্যাকের টিম ম্যানেজমেন্ট নুসরাত জাহান সিনহা বলেন, বাংলাদেশের সমাজে প্রচলিত আছে যে নারীরা স্টেম সাবজেক্টগুলোতে (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) খুব একটা ভালো করতে পারে না। কিন্তু আমরা এই ধারণা ভেঙে দিতে চাই। কোড ব্ল্যাক স্টেম সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে চায়। আজকের পত্রিকা

[৭] প্রসঙ্গত, গত ১২ মে শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছিল ১৯ মে।সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়