শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লটারির টিকিট কিনে

২৫ কোটি রুপি পেয়েও মন খারাপ 

অনুপ ও তার স্ত্রী

ডেস্ক রিপোর্ট : আর্থিক অনটনে দিন যাচ্ছিল অনুপের। ধারদেনা করে সংসার চালাতে হয়। উপায়ান্তর না দেখে দেশের বাইরে যেতে চেয়েছিলেন। ব্যাংক থেকে ঋণের জন্য আবেদনও করেছিলেন। তবে সব বদলে গেছে এক টিকিটে। ৫০০ রুপি দিয়ে লটারির টিকিট কিনে ২৫ কোটি রুপি জিতেছেন অটোরিকশাচালক কে অনুপ।

সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছিল। দলে দলে মানুষ এসে তাকে অভিনন্দন জানিয়েছে, মিডিয়ায় খবরও বেরিয়েছে।

তবে সপ্তাহ না পার হতে আক্ষেপের আগুনে পুড়ছেন অনুপ। দরজার বাইরে ভিড় জমে গেছে সাহায্যপ্রার্থীদের। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। কেউ কেউ ১০-১২ লাখ টাকা করে সাহায্য চাইছেন।

এর মধ্যে ছেলে অসুস্থ হলো। কিন্তু তাকে হাসপাতালে নিতে পারছেন না। কারণ তাকে ঘিরে ধরেছে বাইরে বের হলেই হেনস্থা হওয়ার ভয়। অথচ এখনো লটারির টাকা হাতেই পাননি তিনি।

আক্ষেপ করে অনুপ বলেছেন, এর চেয়ে দ্বিতীয় (৫ কোটি রুপি) বা তৃতীয় পুরস্কার (১ কোটি রুপি) জিতলেই ভালো হতো। এতো ঝামেলা পোহাতে হতো না। ২৫ কোটি রুপি জিতলেও ১৬ কোটি ২৫ লাখ রুপি হাতে পাবেন অনুপ।

বিপুল অঙ্কের এ অর্থ কীভাবে কী করবেন সে জন্য সরকারের একটি কর্মশালায় যোগ দেবেন ভারতের কেরালার বাসিন্দা অনুপ।

আপাতত সব অর্থ ফিক্সড ডিপোজিট করে রাখবেন। অনুপ মানুষকেও সাহায্য করতে চান। তবে সেটা ভেবেচিন্তে, জেনেশুনেই করতে চান। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়