শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় দেন। 

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় বিকেলের বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদির ছোট মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে এক পর্যায়ে আসামি  মুরাদ বড় মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে বলে। পরে দিন এ ঘটনায় শিশুটির বাবা ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। 

‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষণের অপরাধে এক আসামিকে আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। 

তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়