শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৩০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নির্বাচকদের প্রতি গুরুতর অভিযোগ করেছেন লিটন কুমার দাস। তার মতামত না নিয়েই নাকি নির্বাচকরা ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। আর তাতেই অবাক হয়েছেন টি-টোয়েন্টি অ‌ধিনায়ক।

মূলত বাজে ফর্মের কারণে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার বদলে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। যেটা মোটেও পছন্দ হয়নি লিটনের। তাকে না জানিয়ে দল ঘোষণা করায় হতাশ উইকেট কিপার এ ব্যাটার। --- ডেই‌লি ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। 

আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।

দল ঘোষণা করার সময় মতামত না নেওয়া হলেও পরে নির্বাচকদের সাথে যোগাযোগ করেছেন কিনা। এমন প্রশ্ন করা হয়েছিল লিটনের কাছে। টি-টোয়েন্টি অধিনায়কের জবাবে স্পষ্ট হয়েছে সব কিছু। তাকে নাকি জানিয়েও দেওয়া হয়েছে, যে দল দেওয়া হবে, তা নিয়েই খেলতে হবে।

লিটন বলেন, ‘আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। 

আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়