আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে কোনো তথ্য পাননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগে সোমবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
সাধারণত প্রতি সিরিজের দল ঘোষণার আগে কোচ ও অধিনায়ককে নিয়ে বৈঠক করেন নির্বাচকরা। কারা দলে থাকছেন, কারা বাদ পড়ছেন—সে তথ্য জানানো হয় সেখানেই। কিন্তু এবারের সিরিজে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করেন লিটন।
লিটন বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোপুরি নির্বাচকদের কল। কেন আমাকে আগে জানানো হয়নি, তা জানি না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছে। এতদিন জানতাম, অন্তত ক্যাপ্টেনকে জানানো হয় কোন প্লেয়ার ঢুকছে বা কে বাদ পড়ছে।’
তিনি মনে করেন, শামীমকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই। ‘আমি শামীমের বাদ যাওয়ার কোনো কারণ দেখি না। সে দলে থাকলে ভালো হতো,’ বলেন লিটন।
এর আগে নির্বাচক প্যানেল ও বোর্ডের পক্ষ থেকে লিটনকে জানানো হয়েছিল যে, যে দল তাকে দেওয়া হবে সেটি নিয়েই মাঠে ফল আনতে হবে। সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই ছিল লিটনের আক্ষেপ।
অধিনায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে দেওয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। কোন খেলোয়াড়কে চাই বা না-চাই—এসব বলার সুযোগ আমার নেই। এতদিন জানতাম একজন ক্যাপ্টেন হিসেবে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু এখন জানলাম, যে দল দেওয়া হবে সেটিই মাঠে নামাতে হবে।’
সাম্প্রতিক সময়ে ভালো রান না করলেও শামীমের প্রতি নিজের সমর্থনের কথা আবারো জানান লিটন দাস। তিনি বলেন, ‘প্রত্যেক প্লেয়ার থেকে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করা যায় না। শামীম কয়েক সিরিজ দারুণ খেলেছে, যা আমাদের খুব দরকার ছিল। দুই-তিন সিরিজ ভালো না খেলেই তাকে বাদ দেওয়াটা তার জন্য হতাশাজনক। একজন ক্যাপ্টেন হিসেবে তাকে ব্যাক দিতে না পারায় আমি সত্যিই দুঃখিত।’