আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলা ম্যানচেস্টার সিটির সাবেক তারকা মার্টিন ডেমেচেলিস ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন। সমুদ্রে গোসল করতে নেমে প্রবল স্রোতের কবলে পড়েছিলেন ডেমিচেলিস ও তার সন্তানরা। পরে তাদের উদ্ধার করতে হয় স্থানীয় সার্ফারদের সহায়তায়। প্রতিবেদন ডেইলি সানের।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যে আর্জেন্টিনা ও প্রতিবেশী উরুগুয়েতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ‘এটি একেবারে অলৌকিক ঘটনা, নাহলে পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।’
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রবল স্রোত ডেমেচেলিস এবং তার তিন সন্তান বাস্তিয়ান (১৬), লোলা (১২) ও এমাকে (৮) তীর থেকে অনেক দূরে টেনে নিয়ে যায়। যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানে কোনো লাইফগার্ড সার্ভিস ছিল না। ওই সময় ডেমেচেলিসের ভাতিজি ক্যামিলাও বিপদের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলটি ছিল উরুগুয়ের অভিজাত আটলান্টিক পর্যটন কেন্দ্র পুন্তা দেল এস্তের কাছে।
উরুগুয়ের সাংবাদিক গুস্তাভো দেস্কালজি আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান আ লা তার্দেতে বলেন, ‘ওরা বেঁচে আছে। এটা সত্যিই এক অলৌকিক ঘটনা। ঘটনাটি ঘটেছে ইডেন রক নামের একটি জায়গায়, সান ভিসেন্তের কাছে, যেখানে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ নয়, তবে নিকটতম লাইফগার্ড সার্ভিস প্রায় এক কিলোমিটার দূরে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনাটি ঘটেছে লাইফগার্ডদের শিফট পরিবর্তনের সময়। দুজন খাবার খেতে ও সৈকতে হাঁটতে গিয়েছিলেন, তখনই তারা চিৎকারের শব্দ শুনতে পান। আমি নিজেই ওই এলাকার কাছেই থাকি। জায়গাটি অত্যন্ত বিপজ্জনক, পানির গভীরতা বেশি এবং প্রবল স্রোত মানুষকে তীর থেকে দূরে নিয়ে যায়।’
আর্জেন্টিনার হয়ে ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত ৫১ ম্যাচে ২ গোল করেছেন ডেমিচেলিস। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকায় আর্জেন্টিনার রানার্স আপ দলে ছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের ম্যাচেও মাঠে ছিলেন ডেমিচেলিস। ক্লাব ফুটবলে রিভার প্লেট, বায়ার্ন মিউনিখ, মালাগা, ম্যানচেস্টার সিটির মতো দলে খেলেছেন। অবসর নেয়ার পর কোচিংয়ে নামেন ৪৫ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সূত্র: নিউস ২৪