শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই 

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছেন মঈন আলী। এর আগেও বিপিএলে কয়েকবার খেলে গেছেন তিনি। তবে এবারই প্রথম খেলছেন শ্বশুরবাড়ির অঞ্চল সিলেটের হয়ে। আজ (১০ জানুয়ারি) বিশ্রামের দিনে টিম হোটেলে সিলেটের হয়ে খেলা, বিপিএলের অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা করেছেন মঈন।

বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কথা টেনে আনেন মঈন। তার মতে, তামিম-সাকিব দুজনই ছিলেন মানসিকভাবে শক্ত এবং বিশ্বমানের ক্রিকেটার। এমন দুজন খেলোয়াড়কে দীর্ঘদিন দলে পাওয়ায় বাংলাদেশকে ভাগ্যবানও মনে করেন তিনি। --- সময়‌নিউজ

মঈন বলেন, 'আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব- তামিম, দুজনেই বড় মাপের ছিলেন। শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিলেন। তারা লড়াকু ছিলেন এবং যেভাবে তারা খেলেছে, সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশে আর বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়নি বলে মনে করেন মঈন, 'বাংলাদেশে এখনও ভালো মানের ক্রিকেটার আছে। কিন্তু ওই (সাকিব-তামিম) মানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে। কিন্তু বাংলাদেশের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই।'

এখনকার দলে মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটার মনে করেন মঈন, তবে সাকিব-তামিমদের সময়ে যে দলীয় সমর্থনটা ছিল সেটার এখন অভাব আছে বলেও মনে করেন তিনি।

মঈন বলেন, 'ফিজ বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু সেই সেই সময়ে খেলত। দলে আপনার এমন (সাকিব-তামিমের মতো) ক্যারেক্টার ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে।

বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নতি নিয়ে মঈন বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে। তারা দুজন (সাকিব-তামিম) মানসিক দিক থেকে বেশ শক্তিশালী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়