বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়েছে ভারতের বিহারের এক যুবক। পরবর্তীতে পুলিশের তৎপরতায় যৌথ অভিযানে কানপুর থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রেমিকাকে বিয়ে করতে রাজি করাতে দিল্লিতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু প্রেমিকা রাজি না হওয়ায় এই কাণ্ড ঘটান তিনি।
অভিযোগ, প্রেমিকাকে চাপ দিতে তার এক বছরের শিশুকে অপহরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম হেমন্ত কুমার। তিনি দিল্লির কাপাশেরা এলাকার এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। হেমন্ত তাকে বিয়ে করতে চাইছিলেন এবং সেই উদ্দেশ্যেই কয়েকদিন আগে বিহার থেকে দিল্লিতে যান।
কিন্তু ওই নারী জানিয়ে দেন, তিনি ইতিমধ্যেই বিবাহিত এবং তার এক বছরের একটি সন্তান রয়েছে। এই পরিস্থিতিতে বিয়ে সম্ভব নয়।
এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে হেমন্ত ধারণা করেন যে শিশুটিই তার বিয়ের পথে প্রধান বাধা। সেই ভাবনা থেকেই খেলনা কেনার অজুহাতে এক বছরের শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি।
এরপর শিশুটিকে নিয়ে সোজা দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে বিহারগামী বিক্রমশীলা এক্সপ্রেসে উঠে পড়েন।
পুলিশ আরো জানায়, ট্রেনে যাত্রার সময় শিশুটি কান্নাকাটি করলে সহযাত্রীদের প্রশ্নের উত্তরে হেমন্ত দাবি করেন, শিশুটির মা অসুস্থ এবং তিনি শিশুটিকে বিহারে দাদির কাছে নিয়ে যাচ্ছেন।
এদিকে বাড়িতে ফিরে সন্তানকে না পেয়ে আতঙ্কিত মা হেমন্তের সঙ্গে যোগাযোগ করেন। তখন অভিযুক্ত স্পষ্ট হুমকি দেন, তিনি যদি বিহারে গিয়ে তাকে বিয়ে না করেন, তবে সন্তানকে আর ফেরত দেওয়া হবে না।
দিশেহারা মা সঙ্গে সঙ্গে কাপাশেরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি পুলিশকে জানান যে হেমন্ত বিক্রমশীলা এক্সপ্রেসে করে বিহারের দিকে যাচ্ছেন। অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশ রেলওয়ে সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) সতর্ক করে এবং কানপুর আরপিএফকে প্রয়োজনীয় তথ্য জানায়।
রাত সাড়ে আটটার দিকে বিক্রমশীলা এক্সপ্রেস কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে আরপিএফ জেনারেল কোচ ঘিরে তল্লাশি শুরু করে। পুলিশ দেখে অভিযুক্ত যুবক ভিড়ের মধ্যে লুকাতে এবং শিশুটিকে আড়াল করার চেষ্টা করেন। তবুও শিশুসহ তাকে আটক করে আরপিএফ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে দিল্লিতে দায়ের হওয়া অভিযোগের মুখোমুখি হয়ে হেমন্ত স্বীকার করে নেয় যে প্রেমিকাকে বিহারে গিয়ে বিয়ে করতে বাধ্য করার জন্যই তিনি শিশুটিকে অপহরণ করেছেন।
আরপিএফ জানিয়েছে, গ্রেপ্তারের সংবাদ দিল্লি পুলিশকে জানানো হয়েছে। হেমন্ত কুমার ও উদ্ধার হওয়া শিশুটিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য দিল্লিতে ফেরাতে দিল্লি পুলিশের একটি দল কানপুরে যাচ্ছে।
আরপিএফ ইন্সপেক্টর এস এন পাতিদার বলেন, দিল্লি পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শিশুসহ ট্রেন থেকে আটক করা হয়েছে। বিয়ের জন্য জোর করতে তিনি শিশুটিকে অপহরণ করেছিল। অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সূত্র : আজতক বাংলা