শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিস ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদ। সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির মেম্বার ইন-চার্জ এবং বেসিস অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েল।

সভা শুরুতে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের উন্নয়ন, কনটেন্ট ব্র্যান্ডিং এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় কমিটির পুনর্গঠন নিয়েও আলোচনা হয় এবং সদস্যরা ToR (টার্মস অব রেফারেন্স)-ভিত্তিক সাব-কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির চূড়ান্ত কাঠামো ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারণ করা হবে।

এ বিষয়ে কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন,
“ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট সার্ভিসেস খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই কমিটির মাধ্যমে আমরা একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরি করতে চাই, যা বেসিস সদস্যদের টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াবে।”

কমিটির মেম্বার ইন-চার্জ মো. জুয়েল বলেন,
“এই কমিটি শিল্পখাতের অভিজ্ঞদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে চাই।”

সভায় মোট ১৭ জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫ জন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন কমিটির কো-চেয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক, গ্রোথ টেকনোলজি লিমিটেড; পার্থ সারথি সাহা, ব্যবস্থাপনা পরিচালক, ইউএফও ইন্টারঅ্যাকটিভ লিমিটেড এবং রাশেদুল ইসলাম, চিফ অ্যাডভাইজার, অনুপম রেকর্ডিং মিডিয়া।

ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কমিটির কো-চেয়ার এ এস এম রফিক উল্লাহ, সিইও, কনটেন্ট ম্যাটার্স লিমিটেড; মিনহাজুল হক, চিফ সল্যুশনস অফিসার, এসওয়াইএস সল্যুশন; সাব্বির ইসলাম, সিইও, ওয়্যার; মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, গুডহোপ ইনশিওর লিমিটেড; আবির সিদ্দিক নাঈম, সিইও, এলিগেন্স আইটি বাংলাদেশ; আবু বকর সিদ্দিক, স্বত্বাধিকারী, ইনোভার্সাল; মো. আজহার উদ্দিন, প্রতিষ্ঠাতা ও সিইও, মিনিসফট পার্ক; মো. তারিকুল ইসলাম, পরিচালক, জলপাই লিমিটেড; মুহাম্মদ দেলোয়ার হোসেন, পার্টনার, কাটিং এজার; মো. মামুনুর রহমান, সিটিও, গ্লোকাল টেকনোলজি এবং তাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এন জিটাল লিমিটেড।

সভাটি সঞ্চালনা করেন এইচ. এম. ইমাম হাসান, ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস), বেসিস, যিনি সেক্রেটারিয়েট ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়