শীতের সকালে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস খাওয়ার আনন্দই আলাদা। কিন্তু সেই রসে যদি মেশানো থাকে চিনির সিরা? ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সুগার মিলস এলাকায় খেজুর বাগানে এমনই এক চাঞ্চল্যকর প্রতারণার চিত্র ধরা পড়েছে। প্রাকৃতিক রসের পরিবর্তে সেখানে চিনি গলিয়ে তৈরি করা হচ্ছে কথিত ‘খেজুরের রস’।
যেভাবে চলে এই জালিয়াতি: অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাগানে চিনির বস্তা আনা হয়। প্রায় দুই থেকে তিন বস্তা চিনি গলিয়ে সিরা বা রস তৈরি করা হয়। মধ্যরাতে এই চিনির মিশ্রণটি কৌশলে খেজুর গাছে টাঙানো হাড়িতে দিয়ে আসা হয়। ভোরবেলায় যখন দর্শনার্থীরা রস খেতে আসেন, তারা একেই খাঁটি খেজুরের রস ভেবে পান করেন এবং বেশি দামে কিনে নেন।
প্রতারিত দর্শনার্থীদের ক্ষোভ: ঘটনাস্থলে আসা এক দর্শনার্থী বিস্ময় প্রকাশ করে বলেন, "এখানে চিনি মেশানো হচ্ছে এটা আমরা কখনো ভাবিনি। এভাবে আমাদের সাথে প্রতারণা করা হবে তা কল্পনাও করতে পারিনি"। অনেক দর্শনার্থী এই বাগান থেকে গুড়ও কিনে নিয়ে যান, যা মূলত এই চিনির মিশ্রণ দিয়েই তৈরি করা হয়।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: স্থানীয় ও দর্শনার্থীদের অভিযোগ, বাগানের লিজ গ্রহীতারা এই জালিয়াতির সঙ্গে জড়িত। সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং বিশ্বাস নিয়ে খেলা করা এই অসাধু চক্রকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এই প্রতিবেদনটি প্রমাণ করে যে, আপনি যদি নারগুন বাগানে গিয়ে সরাসরি গাছ থেকে রস খাচ্ছেন বলে মনে করেন, তবে আসলে আপনি চিনির সিরা খাচ্ছেন হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র: এটিএন নিউজ