স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারীতে। আসন্ন টুর্নামেন্টে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বৈশ্বিক এ টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তার সহযোগী হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল।
বিশ্বকাপ দলে একাধিক চমক রেখেছে নির্বাচকরা। কিছুদিন আগেও টি-টোয়েন্টি দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করা শুবমান গিলের জায়গা হয়নি বিশ্বকাপের দলে। যিনি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও সহঅধিনায়ক হিসেবে খেলেছেন গিল।
তবে দলে ফিরেছেন ঈষাণ কিষাণ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে এই টপ অর্ডার ব্যাটার। বাদ পড়েছেন দারুণ ফর্মে থাকা জিতেশ শর্মা।
এছাড়াও বাড়তি ব্যাটার হিসেবে দলে আছেন রিঙ্কু সিং। এই দলটি বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজে
ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈষাণ কিষাণ, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।