শিরোনাম
◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রাই‌জিং স্টারস এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থে‌কে লড়াই ক‌রে সুপার ওভা‌রে হে‌রে‌ছে বাংলা‌দেশ। ২০১৯ সালে এই পাকিস্তানের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। 

রোববার (২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ 'এ' দল। রিপন মন্ডল এবং রাকিবুল হাসানের বোলিং তোপে পাকিস্তান শাহিনকে ১২৫ রানে আটকে দেয় বাংলাদেশ।

শাহিনসের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। এছাড়াও, আরাফাত মিনহাস ২৫ এবং মাজ সাদাকাত করেন ২৩ রান। বাংলাদেশের হয়ে রিপন ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট নিয়েছেন রাকিবুল। -- সময় নিউজ

জবাব দিতে নেমে এক সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারবে বাংলাদেশ। পাক স্পিনার সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল তারা। তবে শেষ দিকে রাকিবুলের ২৪, সাকলাইনের ১৬ এবং রিপনের ১১ রানের উপর ভর করে নাটকীয়ভাবে ম্যাচটি টাই করে বাংলাদেশ। যদিও শেষ ওভারে ৭ রান লাগলেও তা নিতে পারেনি তারা।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বল করেন ডানিয়াল। সোহান প্রথম বলে এক রান নিয়ে সাকলাইনকে স্ট্রাইক দেন। ডানিয়ালের পরের বলটি ওয়াইড হয়ে চার হয়ে যায়। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান এই পেসার। ওভারের দ্বিতীয় বলে সাকলাইনকে নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান তিনি। তার পরের বলেই জিসানকে বোল্ড করেন ডানিয়াল। তাতে ৬ রানেই শেষ হওয়া বাংলাদেশের ইনিংস।

সুপার ওভারে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি পাকিস্তান। রিপন মন্ডলের করা প্রথম চার বলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস। তাতে সর্বোচ্চ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়