শিরোনাম
◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে প্রথম দুই টি-টোয়েন্টির জন‌্য বাংলা‌দেশ দল ঘোষণা বি‌সি‌বির 

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞপ্তিতে তাসকিন ও শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম করেছিলেন তারা।

বল হাতে তিন ম্যাচে কেবল ৩ উইকেট নিতে পেরেছিলেন তাসকিন। ওভারপ্রতি রান দিয়েছিলেন ১০ দশমিক ৫২ করে, যা পুরো সিরিজে সর্বোচ্চ।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে খেলা শামীম ৬ বল খেলে করেন মাত্র ২ রান। প্রথম ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অধিনায়ক লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ার আগে সাইফউদ্দিন ছিলেন এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে। চলতি বছর খেলা ৬ ইনিংসে ডানহাতি পেসে তিনি ৮ উইকেট নেন।

টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুলের গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারের অভিষেক হয় সাদা পোশাকের ক্রিকেটে।

আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়