শিরোনাম
◈ মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার ◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের ওয়ান‌ডে দ‌লের অধিনায়ক লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। দীর্ঘ ফরম্যাটের প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে লড়ছে স্বাগতিক দল। এরই মধ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোববার বিসিসিআইয়ের ১৫ সদস্যের দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল। নিয়মিত অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে দলের নেতৃত্ব দেবেন রাহুল।

সবশেষ অস্ট্রেলিয়া সফরে দলে থাকা তিলক ভার্মা, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড দলে রয়েছেন। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। নীতিশ কুমার ফিরে এসেছেন হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে। বর্তমানে হার্দিক ছুটিতে আছেন।

সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাটিং বিভাগের নেতৃত্ব দেবেন। সেখানে রাহুল ও যশস্বী জয়সওয়াল তাদের সহায়ক হবেন।

পেস বিভাগের সদস্যরা হলেন তিনজন—অর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণ।

সিরিজের প্রথম ওয়ানডে ৩০ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩ ও ৬ নভেম্বর।

ভারত দল: লোকেশ রাহুল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং ও ধ্রুব জুরেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়