শিরোনাম
◈ মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার ◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার

স্পোর্টস ডেস্ক : ৫৮ বছর বয়সে বাবা হলেন বরিস বেকার। ইনস্টাগ্রামে বেকার ও তাঁর স্ত্রী লিলিয়া ডি কার্ভালহোর ছবির সঙ্গে নবজাতকের ছবি পোস্ট করেন জার্মান কিংবদন্তি। কন্যা সন্তানের নামও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

বেকার লিখেছেন, ''এই পৃথিবীতে তোমাকে স্বাগত জো ভিটোরিয়া বেকার। ২১.১১.২০২৫।'' শুক্রবার শিশুকন্যার জন্ম হয়। 

 শনিবার (২২ ন‌ভেম্বর) বেকারের ৫৮-তম জন্মদিন। তাঁর জন্মদিনের একদিন আগেই কন্যার জন্ম হয়। এ বেকারের একপ্রকার বার্থডে গিফট। 

২০২০ সালে বরিস ও লিলিয়ানের বিয়ে হয়। লিলিয়ান যে সন্তাসম্ভবা তা ছবি পোস্ট করে জানিয়েছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বেকারের পঞ্চম সন্তান জো। 

গত কয়েকবছরে বরিস বেকারের জীবন কাঁটা বিছানো পথ দিয়েই গিয়েছে। কোটিপতি থেকে তিনি সত্যিকারের বেকার হয়ে গিয়েছিলেন। 

ব্যাঙ্ক থেকে টাকা নেন। বারংবার তাঁকে তাগাদা দেওয়া হলেও সেই অর্থ তিনি শোধ করেননি। তাঁকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। 

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে বেকার রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছিলেন। ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডনে রীতিমতো ঝড় তৈরি করে দিয়েছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৯১ ও ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন। 

১৯৯৯ সালে বেকার টেনিস ছাড়েন। কোচ হিসেবে কাজ করেন তিনি। নোভাক জকোভিচের কোচ ছিলেন তিন বছর। সেই বেকারকে শ্রীঘরেও যেতে হয়েছিল। এহেন বেকার বাবা হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়