শিরোনাম
◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন ◈ 'র' এর মাধ্যমে শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ, চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ! (ভিডিও) ◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে বড় চমক নিয়ে আসছে রংপুর রাইডার্স

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের। 

এবারের বিপিএলে পাঁচ দলের মধ্যে নতুন যোগ দিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে এরই মধ্যে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। পিছিয়ে নেই বিপিএলের একবারের শিরোপা জয়ী দল রংপুর রাইডার্সও।

আসন্ন আসরের জন্য রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। বিদেশিদের মধ্যে পাকিস্তান থেকে রয়েছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা। এ ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্সকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে রংপুর।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পিতা-পুত্রের একসঙ্গে অভিষেক
এ ছাড়া কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলেছে রংপুর। দলটির ডাগ আউটে এবারও দেখা যাবে মিকি আর্থারকে। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবারও আর্থার থাকছেন দলটির সঙ্গে। তার সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়