স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটার সাইফ হাসান এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ। ডানহাতি এ ব্যাটার তিস্তা পাড়ের দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। তবে আসন্ন বিপিএলের আগে দল বদল করলেন ডানহাতি এ ব্যাটার।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন সাইফ। জাতীয় দলে ফেরার পর থেকেই দারুণ খেলছেন ডানহাতি এ ব্যাটার। টি-টোয়েন্টি দলে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার এখন সাইফ। ওয়ানডে দলেও সুযোগ পেয়ে ভালো করেছেন ডানহাতি এ তব্যাটার।
পাঁচ দল নিয়ে হবে এবারের বিপিএল। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আছে শুধু ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। চলতি মাসের ১৭ তারিখ হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের ১৯ তারিখ শুরু হতে পারে টুর্নামেন্ট। তার আগেই সরাসরি চুক্তিতে সাইফকে দলে ভিড়িয়ে বড় তচমক দিলো ঢাকা ক্যাপিটালস।
সবশেষ বিপিএলে খুব একটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। এবার ভাকলো কিছু করার উদ্দেশে আগে থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।