শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

স্পোর্টস ডেস্ক : এখ‌নো আই‌সি‌সির পূর্ণাঙ্গ দেশ হ‌য়ে উঠ‌তে পা‌রে‌নি নেপাল। সহ‌যো‌গি দেশ হ‌য়ে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা। আর তাতেই বাজিমাত করলো নেপাল। প্রথম ২ ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ৩ ম্যাচের সিরিজে। এবার তাদের নজর ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা।

প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানের জয়। যা টেস্ট খেলুড়ে কোনো দেশের সহযোগী সদস্য কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।

১৭৩ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল (২৯ সেপ্টেম্বর) মাত্র ৮৩ রানে গুটিয়ে দেন নেপাল। দুইবারের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার হোয়াইট ওয়াশও করতে চার দলটি।

দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার আসিফ শেখ যেমনটা বলছিলেন, 'এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো...নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তাঁরা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দেন। কৃতিত্বটা তাই তাঁদেরও।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হবে দুই দল।

ম্যাচ সামনে রেখে নেপাল দলপতি রোহিত পাউডেল বলেন, 'ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। (প্রথম ম্যাচের) দুই দিন পর দ্বিপক্ষীয় সিরিজ জয় দারুণ ব্যাপার...বিশ্বকে নিজেদের খেলা ও প্রতিভা দেখাতে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ।

গত দুই–তিন বছর ধরে আমরা যেভাবে খেলছি, তাতে অনেকেরই মনোযোগ কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বেশি বেশি খেলতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়