স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল দেশটির ৪ আইনের শিক্ষার্থী। তবে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুবাইতে মুখোমুখি হতে যাচ্ছে চিরদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচটি বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন উর্বশী জৈনের নেতৃত্বে কয়েকজন আইনের শিক্ষার্থী।
পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এই আবেদন করেন তারা। তাদের দাবি, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার অর্থ হলো নিজ দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। তবে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বর বলেন, ‘কী দরকার আছে! এটা একটা ম্যাচ। হতে দিন। ম্যাচটি রোববার মাঠে গড়াবে। এটা নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।
মূলত, চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহতের পর সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’।
যুদ্ধবিরতির পরও দুই রাষ্ট্রের মধ্যে চলছে ‘যুদ্ধংদেহী মনোভাব’। ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররা এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিরোধিতা করে আসছেন।