শিরোনাম
◈ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল  খেলা মাদ্রিদে, নারী‌দের ফাইনাল পোল‌্যা‌ন্ডে ◈ ভিসা বাণিজ্য ও প্রতারণা: কেয়ার সেক্টর শীর্ষে, যুক্তরাজ্যে ওয়ার্কপারমিট ভিসা স্পন্সর বাতিল ১,৯৪৮ প্রতিষ্ঠানের ◈ সাংগঠনিক দুর্বলতায় ভরাডুবি, ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা! ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সময় পেছানোর সুযোগ নেই, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: প্রেসসচিব ◈ বিশ্বের সবচেয়ে দামী মসলা *ভ্যানিলা বিন* উৎপাদন হচ্ছে বগুড়ায়! ◈ শিক্ষা, চিকিৎসা ও গবেষণা খাতে প্রণোদনা ভাতা আসছে: পে কমিশনের সুপারিশ ◈ তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা ◈ নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত ◈ টিকার সংকটে বাংলাদেশ, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত  ◈ ফোন রেখে নামাজে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যায় হামাস নেতারা (ভিডিও)

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জসনে জুলুসে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তাহেরীকে ঘিরে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলা নথিভুক্ত হয় থানার ১৭ নম্বর মামলা হিসেবে।

এজাহারে উল্লেখ করা হয়, ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে কয়েকজন বক্তা হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেন। অভিযোগকারীর দাবি, এসব বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করেছে এবং স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি করেছে।

মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। আলোচিত ইসলামি বক্তা ও ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীকে রাখা হয়েছে ৪ নম্বর আসামির তালিকায়।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি মোঃ জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি মোঃ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তারা যথাক্রমে উপজেলার শ্রীপুর ও ইছাপুর গ্রামের বাসিন্দা।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “হেফাজতের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

মুফতি গিয়াসউদ্দিন তাহেরী দীর্ঘদিন ধরেই তার বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিভিন্ন সময়ে সামাজিক ও ধর্মীয় বিষয়ে তার বক্তব্য গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাম্প্রতিক এ মামলাটি তার নামকে আবারো আলোচনায় নিয়ে এসেছে।

স্থানীয়দের মতে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের বিভাজন সৃষ্টিকারী বক্তব্য এলাকায় উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি দ্রুত আইনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মতামত জানাচ্ছেন। কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারের লড়াই।

সব মিলিয়ে বিজয়নগরের জসনে জুলুসে দেওয়া বক্তব্য ও পরবর্তী মামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুফতি তাহেরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া দেশের ইসলামি অঙ্গন ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়