শিরোনাম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে মঞ্চে গুলি করে হত্যা

রক্ষণশীল কর্মী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক’কে গুলি করে হত্যা করা হয়েছে। ৩১ বছর বয়সী এই তরুণ রিপাবলিকান ভোটারদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বৃহস্পতিবার উটাহর একটি কলেজ ইভেন্টে গুলিতে নিহত হন তিনি। 

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এই হত্যাকাণ্ডটি ঘটে কার্কের পরিকল্পিত কলেজ ট্যুরের উদ্বোধনী অনুষ্ঠানে। এর নাম দেয়া হয়েছিল ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত চলার কথা ছিল এই ট্যুর। এর লক্ষ্য ছিল তরুণ ভোটারদের ট্রাম্প ও রিপাবলিকান পার্টির পাশে দাঁড় করানো। তার খুনির খোঁজে ঘরে ঘরে অভিযান শুরু হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করতে পারেনি। এই হামলাটি যুক্তরাষ্ট্র জুড়ে বেড়ে ওঠা রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ঘটলো। 

সেখানে বাম ও ডান উভয় আন্দোলনই আক্রান্ত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন মহান, বরং কিংবদন্তি চার্লি কার্ক। তিনি হত্যাকাণ্ডের জন্য ‘র‌্যাডিকাল লেফট’কে দায়ী করে প্রতিশ্রুতি দেন, হত্যাকারী ও এর পেছনের সবাইকে খুঁজে বের করবেন। ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন,  আমেরিকার তরুণ প্রজন্মকে কেউ চার্লির মতো বুঝতে পারেনি কিংবা তাদের হৃদয়ের কাছাকাছি যেতে পারেনি। সবাই তাকে ভালোবাসতো, বিশেষ করে আমি। আর এখন সে আমাদের মাঝে নেই।

কার্কের পরিবারকে সমবেদনা জানিয়ে ট্রাম্প বলেন, মেলানিয়া আর আমি তার সুন্দরী স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি! শ্রদ্ধা জানাতে গিয়ে ট্রাম্প জাতীয়ভাবে শোকের প্রতীকী ঘোষণা দেন। 

তিনি লিখেছেন, চার্লি কার্কের সম্মানে, যিনি সত্যিকারের মহান আমেরিকান দেশপ্রেমিক, আমি যুক্তরাষ্ট্র জুড়ে সব আমেরিকান পতাকা রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিচ্ছি। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, কার্ক হত্যাকাণ্ডে যে ব্যক্তিকে প্রাথমিকভাবে হেফাজতে নেয়া হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন,  জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা তথ্য প্রকাশ করে যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়