জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এই দেশে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি। যখন হাদি ভাই জীবিত ছিল তার জন্য নিরাপত্তা ছিল না। আজকে হাদি ভাই মৃত, তার জন্য বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেওয়ার পর গণমাধ্যমকে এসব কথা বলেন স্নিগ্ধ।
জুলাই ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী আরও বলেন, এ জন্যই যারা বেঁচে থাকতে চায়, এদেশে থাকতে চায় না। হাদি ভাই শহীদি মর্যাদা লাভ করেছেন, আজকে উনার জানাজার নামাজ পড়তে এসেছি। ১৮ জুলাইয়ের পর আমার ভাই মুগ্ধর জানাজার নামাজ পড়ার সময় যেমন অনুভূতি হয়েছিল, আজও তেমন অনুভূতি হচ্ছে।
তিনি আরও বলেন, হাদির ভাইয়ের শূন্যতা আমাদের সবসময় ভোগাবে। হাদি ভাই যে ইনসাফের লড়াই আমার শিখিয়ে গেছেন, সেই লড়াই আমরা চালিয়ে যাবো।