ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সরকার কি ব্যবস্থা নিয়েছে; তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনসম্মুখে বলার দাবি জানিয়ে আজকের মতো শাহবাগের আন্দোলন স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।
আজ শনিবার (২০ ডিসেম্বর) শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে সাধারণ জনগণ শাহবাগে জড়ো হলে দলের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
নয়তো আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেল থেকে ফের শাহবাগের রাজপথে ছাত্র-জনতা নামবে বলে হুঁশিয়ারি দেয় দলটি। উৎস: নিউজ24