শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না

রুমা মোদক

রুমা মোদক: মাঝে মাঝে আমিও সেই গৎবাঁধা অভিভাবক, চাই আমার ছেলেমেয়ে জিপিএ-৫ পাক। কিন্তু আমি জানি আমি গৎবাঁধা অভিভাবকের দৃষ্টিভঙ্গি লালন করি না, জিপিএ-৫ পাওয়াকেই জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করি না। তবু যে ছেলেমেয়ের বেলায় প্রচলিত চৌকাঠ ডিঙাতে পারি না, আমি তার কারণও জানি। আমি চুন খেয়ে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এমন এক দেশে আমাদের জন্ম, ৫০ বছরে যে দেশের শিক্ষানীতি দাঁড়ায়নি। এবছর এরকম, ওবছর থেকে ওরকম... নিরীক্ষা চলছেই চলছে। এই নিরীক্ষার গিনিপিগ আমরা যে প্রতিক্রিয়ায় সারা জীবন ধরে মাশুল দিয়ে যাই তার কোনো মূল্যায়ন নেই উপরতলার নীতি নির্ধারনীদের কাছে। জীবনে একবার একটা পরীক্ষায় দুয়েক নাম্বার এদিক সেদিক তো জীবন ভর এর প্রায়শ্চিত্ত করো। পরবর্তী জীবনে এই এক টুকরো কাগজই হয়ে উঠে জীবন ও জীবিকার নিয়ামক। যতো তোমার মেধা থাকুক, কিংবা সৃজনশীলতা, দক্ষতা কিংবা নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলার চেষ্টা, পরবর্তী জীবনে একটুকরো কাগজের কাছে সব মিথ্যা হয়ে যায়। 

কিন্তু সম্ভবত দিন বদলে গেছে। দিনটি হোক তাঁদের, যাঁরা জিপিএ-৫ পায়নি। তাঁরা যেন তাঁদের ফলাফল নিয়ে কুণ্ঠিত না হয়। তাঁদের আমরা বুকে জড়িয়ে ধরে বলি, আমাদের সময়ে যে বহুমাত্রিক দরজার কথা আমরা জানতাম না, আজ তার সবকয়টি খুলে গেছে। অন্তর্জালের কারণে আমরা এখন সব খবর জানতে পারি। এখন আর জিপিএ-৫ না পেয়ে মুখ লুকিয়ে থাকার দিন নেই। জিপিএ-৫ পাওনি বলে তোমার কিচ্ছু ক্ষতি হয়নি। প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তিপ্রতিভা নিয়ে জন্মেছে। কারণ তুমি নিজেই জানোনা কতো সম্ভাবনার দ্বার কতোদিকে অপেক্ষা করে আছে তোমাদের জন্য। শুধু সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়