শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না

রুমা মোদক

রুমা মোদক: মাঝে মাঝে আমিও সেই গৎবাঁধা অভিভাবক, চাই আমার ছেলেমেয়ে জিপিএ-৫ পাক। কিন্তু আমি জানি আমি গৎবাঁধা অভিভাবকের দৃষ্টিভঙ্গি লালন করি না, জিপিএ-৫ পাওয়াকেই জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করি না। তবু যে ছেলেমেয়ের বেলায় প্রচলিত চৌকাঠ ডিঙাতে পারি না, আমি তার কারণও জানি। আমি চুন খেয়ে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এমন এক দেশে আমাদের জন্ম, ৫০ বছরে যে দেশের শিক্ষানীতি দাঁড়ায়নি। এবছর এরকম, ওবছর থেকে ওরকম... নিরীক্ষা চলছেই চলছে। এই নিরীক্ষার গিনিপিগ আমরা যে প্রতিক্রিয়ায় সারা জীবন ধরে মাশুল দিয়ে যাই তার কোনো মূল্যায়ন নেই উপরতলার নীতি নির্ধারনীদের কাছে। জীবনে একবার একটা পরীক্ষায় দুয়েক নাম্বার এদিক সেদিক তো জীবন ভর এর প্রায়শ্চিত্ত করো। পরবর্তী জীবনে এই এক টুকরো কাগজই হয়ে উঠে জীবন ও জীবিকার নিয়ামক। যতো তোমার মেধা থাকুক, কিংবা সৃজনশীলতা, দক্ষতা কিংবা নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলার চেষ্টা, পরবর্তী জীবনে একটুকরো কাগজের কাছে সব মিথ্যা হয়ে যায়। 

কিন্তু সম্ভবত দিন বদলে গেছে। দিনটি হোক তাঁদের, যাঁরা জিপিএ-৫ পায়নি। তাঁরা যেন তাঁদের ফলাফল নিয়ে কুণ্ঠিত না হয়। তাঁদের আমরা বুকে জড়িয়ে ধরে বলি, আমাদের সময়ে যে বহুমাত্রিক দরজার কথা আমরা জানতাম না, আজ তার সবকয়টি খুলে গেছে। অন্তর্জালের কারণে আমরা এখন সব খবর জানতে পারি। এখন আর জিপিএ-৫ না পেয়ে মুখ লুকিয়ে থাকার দিন নেই। জিপিএ-৫ পাওনি বলে তোমার কিচ্ছু ক্ষতি হয়নি। প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তিপ্রতিভা নিয়ে জন্মেছে। কারণ তুমি নিজেই জানোনা কতো সম্ভাবনার দ্বার কতোদিকে অপেক্ষা করে আছে তোমাদের জন্য। শুধু সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়