শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ

আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইন্ডিয়া ডট কমের।

পিউ রিসার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। এ সময় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অন্য সব ধর্মের চেয়ে বেশি। যেখানে ২০১০ সালে বিশ্বে মুসলিম জনগণের হার ছিল ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে হয়েছে ২৫.৬ শতাংশ। এই বৃদ্ধির মূল কারণ হিসেবে গবেষণায় উল্লেখ করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার এখনও মৃত্যুহারের চেয়ে অনেক বেশি। যদিও ধর্মান্তরের ঘটনাও কিছুটা ভূমিকা রেখেছে, তবে তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত।

সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানায়, ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মুসলিম জনসংখ্যার বড় অংশই বেড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাদের পূর্বাভাস, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক মুসলিম জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২৮০ কোটিতে।

অন্যদিকে, একই সময়ে বিশ্বজুড়ে হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ, যা মোট বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে সামঞ্জস্যপূর্ণ। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল ১২০ কোটি, যা মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ। তবে ভারতে হিন্দুদের অনুপাত কিছুটা হ্রাস পেয়েছে। ২০১০ সালে যেখানে দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু ছিল, ২০২০ সালে তা কমে হয়েছে ৭৯ শতাংশ।

অন্যদিকে, ভারতের মুসলিম জনসংখ্যা একই সময়ের মধ্যে ১৪.৩ শতাংশ থেকে বেড়ে ১৫.২ শতাংশে পৌঁছেছে। ১০ বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ, যার পেছনে মূলত অধিক প্রজনন হারকেই দায়ী করেছে গবেষণা সংস্থাটি।

পিউ-এর প্রতিবেদনে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর অবস্থাও তুলে ধরা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বেড়ে ২১৮ কোটি থেকে ২৩০ কোটিতে পৌঁছালেও মোট জনসংখ্যার অনুপাতে তাদের হার কমেছে। ২০১০ সালে বিশ্বে খ্রিস্টানদের হার ছিল ৩০.৬ শতাংশ, যা ২০২০ সালে নেমে এসেছে ২৮.৮ শতাংশে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে বৌদ্ধ জনসংখ্যার এই পতন ঘটেছে, কারণ দেশটিতেই বিশ্বের সবচেয়ে বেশি বৌদ্ধ বসবাস করে।

একটি চমকপ্রদ তথ্য হলো—মুসলিমদের পর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে নাস্তিক বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা। ১০ বছরে ২৭ কোটি বাড়িয়ে এদের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ কোটিতে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ মানুষ কোনো ধর্ম মানেন না বা নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন।

এই বিশ্লেষণ অনুযায়ী, আগামী কয়েক দশকে বিশ্বে ধর্মীয় গঠন ও ধর্মভিত্তিক জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও পড়বে বিস্তৃতভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়