শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না

রুমা মোদক

রুমা মোদক: মাঝে মাঝে আমিও সেই গৎবাঁধা অভিভাবক, চাই আমার ছেলেমেয়ে জিপিএ-৫ পাক। কিন্তু আমি জানি আমি গৎবাঁধা অভিভাবকের দৃষ্টিভঙ্গি লালন করি না, জিপিএ-৫ পাওয়াকেই জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করি না। তবু যে ছেলেমেয়ের বেলায় প্রচলিত চৌকাঠ ডিঙাতে পারি না, আমি তার কারণও জানি। আমি চুন খেয়ে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এমন এক দেশে আমাদের জন্ম, ৫০ বছরে যে দেশের শিক্ষানীতি দাঁড়ায়নি। এবছর এরকম, ওবছর থেকে ওরকম... নিরীক্ষা চলছেই চলছে। এই নিরীক্ষার গিনিপিগ আমরা যে প্রতিক্রিয়ায় সারা জীবন ধরে মাশুল দিয়ে যাই তার কোনো মূল্যায়ন নেই উপরতলার নীতি নির্ধারনীদের কাছে। জীবনে একবার একটা পরীক্ষায় দুয়েক নাম্বার এদিক সেদিক তো জীবন ভর এর প্রায়শ্চিত্ত করো। পরবর্তী জীবনে এই এক টুকরো কাগজই হয়ে উঠে জীবন ও জীবিকার নিয়ামক। যতো তোমার মেধা থাকুক, কিংবা সৃজনশীলতা, দক্ষতা কিংবা নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলার চেষ্টা, পরবর্তী জীবনে একটুকরো কাগজের কাছে সব মিথ্যা হয়ে যায়। 

কিন্তু সম্ভবত দিন বদলে গেছে। দিনটি হোক তাঁদের, যাঁরা জিপিএ-৫ পায়নি। তাঁরা যেন তাঁদের ফলাফল নিয়ে কুণ্ঠিত না হয়। তাঁদের আমরা বুকে জড়িয়ে ধরে বলি, আমাদের সময়ে যে বহুমাত্রিক দরজার কথা আমরা জানতাম না, আজ তার সবকয়টি খুলে গেছে। অন্তর্জালের কারণে আমরা এখন সব খবর জানতে পারি। এখন আর জিপিএ-৫ না পেয়ে মুখ লুকিয়ে থাকার দিন নেই। জিপিএ-৫ পাওনি বলে তোমার কিচ্ছু ক্ষতি হয়নি। প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তিপ্রতিভা নিয়ে জন্মেছে। কারণ তুমি নিজেই জানোনা কতো সম্ভাবনার দ্বার কতোদিকে অপেক্ষা করে আছে তোমাদের জন্য। শুধু সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়