শিরোনাম
◈ বিনিয়োগের নামে প্রতারণা: সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অভিযোগ ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ আগামী পাঁচ বছ‌রের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার মারাত্মক ঝুঁকিতে পড়‌বে দক্ষিণ এশিয়া   ◈ বাংলা‌দে‌শে ওয়াহাবি-সালাফি কারা, এরা আলোচনায় কেন ◈ বিপিএলে খেল‌বে নোয়াখালী  ◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

কঠোর পরিশ্রম, হার না মানার মানসিকতা, ক্রিকেটের প্রতি আত্মনিবেদন তাকে করেছে ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেটে পরিশ্রমী ক্রিকেটারের প্রসঙ্গ আসলেই এক বাক্যে সবাই বলে ওঠেন মুশফিকুর রহিমের নাম। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনিতে মুশফিক বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের কাছে হয়ে থাকবেন এক আদর্শের নাম। যা মুশফিকের বিদায় বেলায় আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বুধবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। অবসর বলার আগে ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। যেখানে তার রান ৭৭৯৫। দেশের হয়ে তামিম ইকবালের পর এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৮ বছর ২০২ দিনের ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই দেখতে হয়েছে মুশফিককে। কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছেন মুশফিক সেটাই উঠে এসেছে মাশরাফির পোস্টে।

মুশফিকের কঠোর পরিশ্রম নিয়ে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

ওয়ানডের আগে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়ায় মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। তাই এই ফরম্যাটে মুশফিককে শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

  • সর্বশেষ
  • জনপ্রিয়