শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

কঠোর পরিশ্রম, হার না মানার মানসিকতা, ক্রিকেটের প্রতি আত্মনিবেদন তাকে করেছে ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেটে পরিশ্রমী ক্রিকেটারের প্রসঙ্গ আসলেই এক বাক্যে সবাই বলে ওঠেন মুশফিকুর রহিমের নাম। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনিতে মুশফিক বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের কাছে হয়ে থাকবেন এক আদর্শের নাম। যা মুশফিকের বিদায় বেলায় আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বুধবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। অবসর বলার আগে ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। যেখানে তার রান ৭৭৯৫। দেশের হয়ে তামিম ইকবালের পর এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৮ বছর ২০২ দিনের ক্যারিয়ারে বহু চড়াই-উতরাই দেখতে হয়েছে মুশফিককে। কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছেন মুশফিক সেটাই উঠে এসেছে মাশরাফির পোস্টে।

মুশফিকের কঠোর পরিশ্রম নিয়ে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

ওয়ানডের আগে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়ায় মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। তাই এই ফরম্যাটে মুশফিককে শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

  • সর্বশেষ
  • জনপ্রিয়