অনলাইন কেনাকাটা আরও সহজ করতে ‘শপিং রিসার্চ’ নামে নতুন একটি এআই–চালিত ফিচার উন্মোচন করেছে ওপেনএআই। চ্যাটজিপিটিতে চালু হওয়া এই টুলটি বিনা মূল্যের ব্যবহারকারী থেকে শুরু করে পেইড গ্রাহক—সবাই ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই জানায়, শুধু প্রয়োজনীয় তথ্য জানালে চ্যাটজিপিটি কয়েকটি প্রশ্ন করে ওয়েব থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করবে এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী উপযুক্ত পণ্যের তালিকা সাজিয়ে দেবে। ফিচারটি জিপিটি–ফাইভ মিনি মডেলের বিশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে, যা শপিং সংক্রান্ত কাজে আলাদা করে প্রশিক্ষিত। প্রতিষ্ঠানটির দাবি, আগের তুলনায় এখন এটি দ্বিগুণের বেশি নির্ভুলভাবে ব্যবহারকারীর চাহিদার সঙ্গে মিল রেখে পণ্য সাজেস্ট করতে পারে।
অনলাইন বাজারে প্রতিযোগিতা বাড়ার সময়েই টুলটি এসেছে। অ্যামাজন তাদের এআই–চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট ‘রুফাস’-এ নতুন সুবিধা যুক্ত করেছে, পাশাপাশি গুগলও স্থানীয় দোকানের দাম ও স্টক যাচাইয়ের টুল চালু করেছে। তবে ওপেনএআই বলছে, তারা নির্দিষ্ট কোনো দোকান নয় বরং পুরো ওয়েব থেকে তথ্য নিয়ে নিরপেক্ষ সাজেশন দেয়। বর্তমানে অ্যামাজনের পণ্যের তালিকা সরাসরি দেখানো না হলেও চাইলে ব্যবহারকারী নিজে যাচাই করতে পারবেন।
চ্যাটজিপিটিতে প্রতিদিন প্রায় ৫ কোটি শপিং–সংক্রান্ত প্রশ্ন আসে। বিশেষজ্ঞদের মতে, ওপেনএআই–এর নতুন ফিচারটি অনলাইন কেনাকাটায় এআই–ভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র করবে।
সূত্র: জনকণ্ঠ