স্পোর্টস ডেস্ক : ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকান স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের অসহায় দেখিয়েছে। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও হারের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়াল কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা এলেন আর গেলেন।
আইপিএলের সওদাগড় সাই সুদর্শন ও ধ্রুব জুড়েলকে দলে নেওয়ার জন্য গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হোক। রঞ্জি প্লেয়ারদের কঠিন পরিশ্রমকে অগ্রাহ্য করার জন্য ওরা সব ম্যাচ হারুক।
আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, দীর্ঘদিন টুইট করিনি। তবে অত্যন্ত নির্বোধের মতো কাজ। গম্ভীরকে বরখাস্ত করা হোক।
আরেক সমর্থক বলেছেন, গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হোক। ভারতীয় টেস্ট দলকে কোচিং করানোর যোগ্যতাই নেই।
ওপেনিং জুটিতে ভারত ৬৫ রান করার পরে লোকেশ রাহুল আউট হন। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যক্তিগত ৫৮ রানে ফিরে যান। ভারতের রান তখন ৯৫। এর পরে শুরু হয় ভাঙন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়া ব্রিগেডের গোলাগুলি সামলাচ্ছেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।