সঞ্চয়
হোসাইন মোহাম্মদ দিদার
যদি আর কিছু নাই দাও—
বেদনা দিও পকেট ভরে
তাই ধীরে ধীরে সঞ্চয় করে খুব যতনে রাখবো জীবনভরে।
এতেই চলবে আমার; যখন আর কোনো নোট অবশিষ্ট থাকবে না ভাঙানোর জন্য; যাপিত জীবনে চলার জন্য...
তখন বুকের গহীনে জমানো সঞ্চয়গুলো নিঃশ্বাসে নিঃশ্বাসে বের করে কুয়েতি
খুচরা কয়েন ভেবে ভাঙিয়ে চলবো বাকীটা জীবন।