শিরোনাম
◈ সৌদি আরবকে হজের কোটা নিয়ে যে অনুরোধ করলেন ধর্ম উপদেষ্টার ◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতা এ টি এম আজহারের খালাসের রায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে ‘বেকসুর’ খালাসের রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়ে স্বাধীনতাবিরোধী ও গণহত্যাকারীদের প্রতি রাষ্ট্রের অনুকম্পা প্রকাশের এই রায় উদীচী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।"

সংগঠনটি অনতিবিলম্বে খালাসের এ রায় বাতিল করে তার মৃত্যুদণ্ডের রায় ‘কার্যকর করার’ দাবি জানিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ’বেকসুর’ খালাস দেয়।

উদীচীর এই অংশের বিজ্ঞপ্তিতে বলা হয়, "চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে যেমন ফ্যাসিস্ট আওয়ামী চক্র ২৪ ও ৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে আসছে, তেমনি ২৪-কে পুঁজি করে ৭১ এর পরাজিত শক্তি জামায়াত-শিবির নিজেদের পাপ ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

“এভাবে ৭১ এর গণহত্যাকারীদের দায়মুক্তি দিলে ২৪ এর গণহত্যাকারীদের বিচারের নৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে।"

সংগঠনটি মনে করে, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তার জন্য যেমন জামায়াতে ইসলামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে সন্ত্রাস ও অপরাধ সংঘটিত করেছে তারও বিচার করতে হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়