শিরোনাম
◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬ ◈ নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না, তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর!

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ২১ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সাংস্কৃতিক উন্নয়নে বাজেটে ২ ভাগ বরাদ্দ রাখার দাবী সাংস্কৃতিককর্মী সংঘের

নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে বাজেটে ২ ভাগ বরাদ্দ রাখাসহ ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ। বৃহস্পতিবার  বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা আব্দুল আজিজ, সিদ্দিকুর রহমান, এ কে হামিদ, নূরুল হক, বয়াতি দেলোয়ার হোসেন প্রমুখ। 

তাদের দাবীগুলোর মধ্যে রয়েছে- দেশের প্রত্যেকটি উপজেলা, জেলায় শিল্পকলা একাডেমির কার্যক্রম বিস্তৃত করে সংস্কৃতির মূলধারায় নিয়মিত কর্মকান্ড পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, অভিনয় এবং চিত্রকলা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা শহরে সাংস্কৃতিক অনুশীলন ও চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। জেলা উপজেলা পর্যায়ে মুক্তমঞ্চ নির্মাণসহ পাঠাগার, লাইব্রেরী, মহড়া কক্ষ ও প্রশিক্ষণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে করতে হবে।

এছাড়া সরকারি অর্থায়নে একটি গবেষণাধর্মী প্রকল্প চালু করতে হবে। জনগণকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিল্পীদের জাতীয়ভাবে আর্থিক রাষ্ট্রীয় নিরাপত্তা বলয় হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে। শিল্পী তালিকাভুক্তি এবং সম্মানীর ক্ষেত্রে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বৈষম্য দূরীকরণসহ সম্মানী বৃদ্ধি করতে হবে। এজন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার পরামর্শ দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়