শিরোনাম
◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ◈ ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান ◈ নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক ◈ যুক্তরাষ্ট্রে পোশাকে ট্রাম্পের শুল্ক আঘাত, বিপাকে পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টস, আছে বাংলাদেশ ফ্যাক্টরও ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল! ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০ ◈ নুরুল হক নুর-এর খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া ◈ প্রথম জয়ের স্বাদ পেলো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ এবার নিষিদ্ধের পথে এরশাদের গড়া জাতীয় পার্টি? ◈ মায়োর্কাকে ২-১ গোলে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোটি টাকা সাইনিং মানি নিয়ে দেশ ছাড়লেন শাকিব খান!

হলিউডের সিনেমায় শাকিব, যে বার্তা দিলেন নায়ক

দেশ ছেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী অভিনেতা শাকিব খান।  শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অভিনেতার আরো সপ্তাহখানেক পরে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি চলে গেলেন।

সিনেমাপ্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। যদিও তিনি বা তার ঘনিষ্ঠ কেউ পারিশ্রমিক নিয়ে কোনোদিন কথা বলেননি। সূত্রের বরাত দিয়ে খবর আসছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ছবিটির সাইনিং মানি দুই কোটি টাকা নিয়েছেন শাকিব।

এদিকে সাইনিং নিয়েই দেশ ছেড়েছেন তিনি। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’

ঈদুল আজহায় শাকিব অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন তিনি। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এদিকে শাকিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ নায়ক কথায় কথায় ইন্টারন্যাশনাল ছবি করার কথা বলে থাকেন। শুধু তাই না, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু।

তবে কি সেই হলিউডের সিনেমা করতেই দেশের বাইরে গেলেন শাকিব! এবার হলিউডের সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক তারকার তকমা নিজের নামের পাশে লাগাবেন। এমন প্রশ্ন এখন শাকিব ভক্তদের মনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়