স্পোর্টস ডেস্ক : ৫০ রানে নেই ৫ উইকেট! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জুনাইদ সিদ্দিকী নিয়েছেন ৪ উইকেট। হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ দুইটি করে উইকেট নিয়েছেন দুর্দান্ত।
তাদের বোলিংয়ের বিপক্ষে বলার মতো কিছু করতে পারেননি ওমানের ব্যাটাররা। দলের সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে আরিয়ান বিশতের ব্যাট থেকে। ৮ বল বাকি থাকতেই ১৩০ রানে গুটিয়ে যায় ওমান।
৪২ রানের জয়ে চলতি এশিয়া কাপের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের জয়ের ভিতটা গড়ে দিয়েছেন দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম। ৭ চার ও এক ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে শারাফু ফিরলেও অধিনায়ক ওয়াসিম একাই টেনেছেন আরব আমিরাতকে। খেলেছেন ৫৪ বলে ৬৯ রানের ইনিংস।
তাদের দুজনের হাফ সেঞ্চুরিতেই ১৭২ রানের পুঁজি পায় তারা। ওমানের সঙ্গে পাওয়া জয়ে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল আরব আমিরাত। শেষ ম্যাচে পাকিস্তান হারাতে পারলেই সেরা চারে যাবে তারা।