শিরোনাম
◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে না বিকেলে, কোন সময়ে শরীরচর্চা করলে সবচেয়ে বেশি উপকার?

পরিবার, অফিসের কাজ ও নানা দায়িত্ব সামলে নিজের জন্য সময় বের করে শরীরচর্চা করা বেশ কঠিন বিষয়। অনেকেই নিয়ম করে ব্যায়াম শুরু করার পরিকল্পনা করেও তা ধরে রাখতে পারেন না। কেউ সকালে শরীরচর্চা করতে পছন্দ করেন, কেউ আবার বিকেলে। কিন্তু প্রশ্ন থাকে সকাল না বিকেল, কোন সময়ে ব্যায়াম করলে বেশি উপকার পাওয়া যায়? চলুন, জেনে নিই।

ফিটনেস প্রশিক্ষকদের মতে, ব্যায়াম করার সেরা সময় বলে আসলে কিছু নেই। যিনি যে সময়ে স্বচ্ছন্দে ও নিয়মিতভাবে শরীরচর্চা করতে পারেন, সেটিই তার জন্য সেরা সময়। মূল বিষয় হলো ধারাবাহিকতা, দিনের নির্দিষ্ট সময়ে নিয়মিত ব্যায়াম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ সকালে ব্যায়াম করতে ভালোবাসেন কারণ দিনটা তারা সতেজভাবে শুরু করতে পারেন।

অন্যদিকে, অনেকেই কাজের চাপ শেষে সন্ধ্যায় শরীরচর্চা করেন, যা তাদের মন ও শরীর দুই-ই প্রশান্ত রাখে। কেউ খালি পেটে ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ অল্প কিছু খেয়ে। সকালে খালি পেটে ব্যায়াম করা সহজ হলেও সন্ধ্যায় সাধারণত হালকা খাবারের পরই শরীরচর্চা হয়। কেউ একা নিরিবিলিতে ব্যায়াম করতে ভালোবাসেন, কেউ আবার জিমে অনেকের সঙ্গে।

তাই সময়, স্থান ও পদ্ধতি সবই নিজের সুবিধা অনুযায়ী ঠিক করা উচিত।

তবে সকাল ও বিকেলের ব্যায়ামের আলাদা কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সকালে ব্যায়াম করলে পাচনক্রিয়া উন্নত হয়, ক্যালরি দ্রুত ঝরে যায় এবং দিনভর শরীর থাকে সতেজ। তবে ভোরে শরীর পুরোপুরি সজাগ না থাকায় অনেকের শক্তি কম থাকে, ফলে ব্যায়াম পুরোপুরি উপভোগ করা যায় না। অন্যদিকে, সন্ধ্যায় ব্যায়াম করলে পেশির শক্তি বাড়ে, মন ভালো থাকে এবং হালকা শরীরচর্চা ঘুমের মান উন্নত করে।

তবে রাতে অতিরিক্ত ব্যায়াম করলে ঘুমের সমস্যা হতে পারে। পাশাপাশি, সারাদিনের কাজের পর শক্তি ধরে রেখে নিয়মিত ব্যায়াম করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়।

সব মিলিয়ে, ব্যায়াম করার আদর্শ সময় নির্ভর করে আপনার শরীর, জীবনযাত্রা ও লক্ষ্যর ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সময়েই ব্যায়াম করুন না কেন, নিয়মিতভাবে তা চালিয়ে যাওয়া।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়