ধনী হতে চাইলে এড়াতে হবে এই অভ্যাসগুলো
অর্থনৈতিক উন্নতি না হওয়ার পেছনে প্রায়শই কাজ করে কিছু বদভ্যাস। এগুলো চিহ্নিত করে পরিবর্তন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি বদভ্যাসের কথা তুলে ধরেছেন।
নিজের মধ্যে কতগুলো আছে, মিলিয়ে দেখুন।
প্রধান বদভ্যাসগুলো হল-
- কাজ আজই করা সম্ভব হলেও ‘কাল করব’ বলে ফেলে রাখা।
- অল্প বেতনের চাকরিতে বছরের পর বছর সন্তুষ্ট থাকা, উন্নতির জন্য আন্তরিক চেষ্টা না করা।
- অন্যরা নিয়ে কী ভাবছে, তাতে অতিরিক্ত মনোযোগ দেওয়া।
- নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা।
- ধনী হওয়ার চেয়ে ‘বড়লোকি’ দেখানোয় বেশি আগ্রহী হওয়া।
- অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করতে করতে সময় নষ্ট করা।
- সারাক্ষণ অভিযোগ করা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা।
- প্রতিজ্ঞা ভঙ্গ করা, বিশেষ করে সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দেওয়া।
- ব্যর্থতার পর নতুন করে শুরু না করা।
- পরচর্চা করা এবং ‘সেইফ গেম’ খেলে মধ্যমপন্থা অবলম্বন করা।
- ব্যস্ত থাকলেও ফলপ্রসূ কাজ না করা, বেশি কথা বলে কম কাজ করা।
- অন্যের কাজে মনোযোগ দিয়ে নিজের উন্নতি ভুলে যাওয়া।
- ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করা।
- অতিরিক্ত আত্মবিশ্বাসে ‘আমিই সঠিক’ ভাবা।
- সবকিছু ব্যক্তিগতভাবে নিয়ে আবেগতাড়িত হওয়া।
- আয় বাড়ার সঙ্গে ব্যয় বাড়িয়ে দেওয়া, সঞ্চয় ও বিনিয়োগ না করা।
- সিদ্ধান্তহীনতায় ভোগা এবং অন্যের সঙ্গে নিরন্তর তুলনা করা।
- অন্যকে খুশি করতে গিয়ে নিজের লক্ষ্য ভুলে যাওয়া।
- শিক্ষার চেয়ে বিনোদনকে প্রাধান্য দেওয়া এবং অহেতুক সামাজিক মাধ্যমে সময় নষ্ট করা।
এই অভ্যাসগুলোর কোনোটি-ই রাতারাতি পরিবর্তন করা সহজ নয়, তবে সচেতনভাবে চেষ্টা করলে সম্ভব।
ছোট পরিবর্তন থেকে শুরু করা উচিত। আজই একটি কাজ সম্পন্ন করুন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার পথ সুগম হবে।