শিরোনাম
◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার আশেপাশে যেসব রিসোর্টগুলোয় একদিনে ঘুরে আসতে পারবেন

ব্যস্ত শহরের জীবন থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে ঢাকার আশপাশে এমন কিছু রিসোর্টে যাওয়া যায় যেখানে মাত্র এক দিনের ভ্রমণে মন সতেজ হয়ে উঠবে।

পরিবার, বন্ধু বা একাকী— এই রিসোর্টগুলো ‘ডে ট্রিপ’ বা এক দিনের ভ্রমণের জন্য আদর্শ।

সংশ্লিষ্ট ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ-এর তথ্যানুসারে এখানে ঢাকার কাছের কয়েকটি রিসোর্ট সম্পর্কে জানানো হল।

ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা

ঢাকা থেকে ৩১ মাইল দূরে গাজীপুরের নলজানি গ্রামে ভাওয়াল রিসোর্টের অবস্থান। শালবনের ভেতরে সবুজের ছায়াঘেরা এই রিসোর্টে রয়েছে বিশাল সুইমিংপুল, যা এখানকার মূল আকর্ষণ। এখানে ৬২টি ‘ফ্যামিলি ভিলা’সহ রয়েছে জিমনেসিয়াম, স্পা, সাইক্লিং, বারবিকিউসহ নানান সুযোগ-সুবিধা।

সবুজে-বেষ্টিত নান্দনিক এই রিসোর্ট ছুটি কাটানোর জন্য চমৎকার একটি জায়গা।

নক্ষত্রবাড়ি রিসোর্ট

গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত নক্ষত্রবাড়িতে রয়েছে সুইমিংপুল, ওয়াটার বাংলো, কটেজ, হোটেল বিল্ডিং, ডাইনিং ও কনফারেন্স হল।

নক্ষত্রবাড়ির মূল আকর্ষণ হল বাঁশ ও কাঠ দিয়ে গড়ে তোলা ১১টি কটেজ বা ‘ওয়াটার বাংলো’। এখানে বোটিং এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে। রিসোর্টটিতে প্রকৃতি ও প্রাকৃতিক উপাদান প্রাধান্য পেয়েছে। শহর থেকে দূরে সবুজের মধ্যে প্রকৃতির কাছাকাছি কিছুক্ষণ কাটাতে চলে যেতে পারেন নক্ষত্রবাড়িতে।

ঢালি’স আম্বার নিবাস

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে ঢালি’স আম্বার নিবাস। ছুটি কাটানোর জন্য প্রকৃতির কাছাকাছি এই রিসোর্ট হতে পারে আপনার গন্তব্য। এখানে রয়েছে ২৬ হাজার বর্গফুটের একটি সুবিশাল সুইমিংপুল। এছাড়া শুধু নারীদের জন্য আলাদা সুইমিংপুলও রয়েছে।

আরও রয়েছে কটেজ, বোটিং, মাছ ধরার ব্যবস্থা, শিশুদের খেলার জায়গাসহ নানান কিছু।

মাওয়া রিসোর্ট

রাজধানী থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে এই রিসোর্টের অবস্থান। সবুজে ঘেরা এই রিসোর্টে খুব কম খরচেই ঘুরে আসা যায়।

এখানে বোটিংসহ অবসর কাটানোর জন্য রয়েছে নানান ব্যবস্থা।

ছুটি রিসোর্ট

এটির অবস্থান গাজীপুরের সুকুন্দি গ্রামে। ভাওয়াল রাজবাড়ী ও ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন এই রিসোর্টে প্রাধান্য পেয়েছে প্রকৃতি। গ্রামীণ আবহে তৈরি রিসোর্টটিতে রয়েছে ছনের তৈরি ঘর, পিকনিক স্পট, সুইমিংপুল, মাছ ধরার ব্যবস্থা, শিশুদের খেলার জায়গাসহ নানান কিছু। পরিবেশবান্ধব ও প্রকৃতির কাছাকাছি এই রিসোর্টে ‘ডে ট্রিপ’–এরও ব্যবস্থা রয়েছে। নৌভ্রমণ এবং সংরক্ষিত বনে তাঁবু টানানোর সুযোগ যোগ করে বাড়তি আনন্দ।

এছাড়া পূর্ণিমারাতে জোছনা উপভোগ করার জন্যও এই রিসোর্টে রয়েছে বিশেষ ব্যবস্থা।

জলেশ্বরী রিসোর্ট

গাজীপুরের মনোরম পরিবেশে অবস্থিত জলেশ্বরী রিসোর্ট শহরের কোলাহল থেকে মুক্তির অন্যতম জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল আকারের পুকুর, সুইমিংপুল এবং বড় খেলার মাঠ পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে দিন কাটানোর জন্য আদর্শ।

এখানে শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা। তাই বড়দের পাশাপাশি পরিবারের ছোটরাও হারিয়ে যেতে পারবে বিনোদনের রাজ্যে।

রাজেন্দ্র ইকো রিসোর্ট

গাজীপুরের ভবানীপুরে সবুজে ঘেরা শালবনের মধ্যে রাজেন্দ্র ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে অনেকগুলো কটেজ। প্রতিটি কটেজের ছাদে রয়েছে ‘ওয়াচ টাওয়ার’, যেখান থেকে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

এছাড়া লেকে মাছ ধরা, সাইকেল চালানোসহ বাগান ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

জিওন রিসোর্ট

ঢাকা থেকে খুব কাছে আমিনবাজারে জিওন রিসোর্ট অবস্থিত। এখানে রয়েছে একটি সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা ও একটি মিনি চিড়িয়াখানা। ডে ট্রিপ অথবা রাতে অবস্থানের ব্যবস্থা রয়েছে।

মনে রাখা জরুরি

এক দিনের ভ্রমণে গেলে ডে ট্যুরের পরিকল্পনাতে অবশ্যই এমন রিসোর্ট বাছাই করতে হবে, যেখানে যেতে ঢাকা থেকে দুতিন ঘণ্টার বেশি সময় লাগবে না।

ভ্রমণের আগেই রিসোর্টের সঙ্গে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া এবং যাত্রাপথ ও যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা নির্দিষ্ট নিরাপদ পরিবহনের ব্যবস্থা করে রাখতে হব।

এছাড়া প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই নিজের সঙ্গে নিতে ভোলা যাবে না। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়