শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হত্যা নিয়ে জি-২০ সম্মেলনে মোদির কাছে উদ্বেগ জানান বাইডেন 

ইকবাল খান: [২] এ মাসের প্রথমদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হরদীপ সিং হত্যাকাণ্ড বিষয়টি উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা বলে ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

[৩] জি-২০ সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের উদ্ধৃতি দিয়ে  বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির কাছে হরদীপ সিং হত্যাকাণ্ড ঘটনাটি সরাসরি তুলেছিল ‘ফাইভ আইস’ নামে পাঁচ দেশের গোয়েন্দা তথ্য আদান-প্রদানের একটি নেটওয়ার্কের কয়েকজন সদস্য। এই নেটওয়ার্কে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

[৪] কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তাগিদেই নরেন্দ্র মোদির কাছে হরদীপ সিং হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেনসহ অন্য নেতারা বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি নিয়ে রয়টার্স জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। 

[৫] হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারতীয় কোনো গোয়েন্দা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হত্যাকাণ্ড নিয়ে কানাডা তাদের কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।

[৬] গত জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সী হরদীপ সিংকে গুলি করে হত্যা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়