শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়কে পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা বিএসএফের, অতঃপর...

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় রফিকুল মোল্লা নামে স্থানীয় এক কৃষককে তুলে নেওয়ার পর বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্যের বিরুদ্ধে। 

এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে ভয়-ভীতি বিরাজ করছে নাগরিকদের মধ্যে; এর মধ্যে বিএসএফের এমন আচরণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে সীমান্ত এলাকায়। ইতোমধ্যে এ ঘটনায় মামলাও দায়ের হয়েছে স্থানীয় চাপড়া থানায়। 

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন শনিবার (১ নভেম্বর) সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তার বাড়ি; পেশা কৃষিকাজ।

ভুক্তভোগী ব্যক্তি বলেন, চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ সদস্য এসে হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় আমাকে।

ওই কৃষকের আরও অভিযোগ, তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন বিএসএফের সদস্যরা। তাকে দিয়ে স্বীকার করাতে চান যে তিনি ও পার থেকে অনুপ্রবেশ করেছেন। কিন্তু, রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে তাকে।

রফিকুল মোল্লা নামে আহত ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে, ওই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। 

ডিএসপি শিল্পী পাল বলেন, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি এখন আসামে আছেন। আমাদের তদন্ত চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়