শিরোনাম

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারি মাসে মিয়ানমারে নিহত ১১০, আহত ৩৭

মিয়ানমার

ইমরুল শাহেদ: মিয়ানমারের ঐক্য সরকার অভিযোগ করেছে, জানুয়ারি মাসে জান্তা বাহিনী ১১০ বেসামরিককে হত্যা করেছে। তার মধ্যে ১০ শিশুও রয়েছে। ঐক্য সরকারের বিচার মন্ত্রণালয় বলেছে, জানুয়ারি মাসে জান্তা বাহিনীর হামলায় ১১০ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে আরো ৩৭ জন। ইরাবতি

সাগায়িংয়ে প্রতিরোধ যোদ্ধাদের মূল ঘাঁটি এলাকায় সবচেয়ে বেশি ৮০ জন নিহত হয়েছে। এছাড়া মান্দালয়ে ১১ এবং মাগওয়ে অঞ্চলে আটজন নিহত হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে জান্তা বাহিনী  সাগায়িং, মাগওয়ে, মান্দালয় ও তানিনথেরাই অঞ্চলে সাধারণ মানুষের পাঁচ হাজার একশ’ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ঐক্য সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলগুলো ছাড়াও চিন, মন ও কেইন রাজ্যেও বাড়ি পোড়ানো হয়েছে।

সাগায়িং অঞ্চলে জান্তা বাহিনী বিশেষভাবে টার্গেট করেছে বেসামরিক লোকদের। গত মাসে বেসামরিক লোকদের চার হাজার সাতশ’ বাড়ি পোড়ানো হয়েছে উক্ত অঞ্চলে। গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। 

ঐক্য সরকারের বিচার মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লংঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সরকারের পক্ষ থেকে জনগণ ও বিপ্লবী যোদ্ধাদের কাছে এতদসংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় আছে। বিদ্রোহীরা যুদ্ধ করছে সেনা শাসনের বিরুদ্ধে এবং জান্তা বাহিনী লাঠিয়ালদের মতো নিষ্ঠুরভাবে ঝাপিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর। 

রাইটস গ্রুপ দি অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলেছে, সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের পর দুই হাজার ৯৫৪ জন নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭ হাজার ৬৬৮ জনকে। 

আইএমএস/এসএ   

  • সর্বশেষ
  • জনপ্রিয়